ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাট অধিদপ্তরের ও উপজেলা প্রশাসনের আয়োজনে 'উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পাট উন্নয়ন কমিটির সভাপতি সারমিনা সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চাষীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা পাট উন্নয়ন অফিসার আজমত উল্লাহ আকন্দ।
এ সময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃর্ষি কর্মকর্তা রিপা রানী চৌহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ খান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শামীম আহম্মেদ প্রমুখ। এ সময় উপজেলার ৭৫ জন পাটচাষী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে চাষীদের উদ্দেশ্যে বলেন, ঈশ্বরগঞ্জের মাটি পাট চাষে উপযোগী, তাই আপনারা বেশি বেশি করে পাট চাষ করবেন, পাট চাষ করতে বেশি খরচা হয় না। দেশে পাট বীজ উৎপাদন করুন বিদেশি নিম্নমানের পাটবীজ বর্জন করুন, আপনাদের পাট ও পাটবীজ উৎপাদন করতে কোনো রকম সমস্যা মনে হলে উপজেলা পর্যায়ের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবেন।
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ...
নিউজ ডেস্কঃ পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বি...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের শা...
মন্তব্য ( ০)