• জাতীয়
  • লিড নিউজ

দেশের তিন বিভাগে আগামী তিনদিন ভারী বৃষ্টি হতে পারেঃ আবহাওয়া অধিদপ্তর

  • জাতীয়
  • লিড নিউজ
  • ১৮ জুন, ২০২৪ ১৫:০৮:১৮

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের তিন বিভাগে আগামী তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (১৮ জুন) সকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি বাড়ার আভাস রয়েছে।

ভারী বর্ষণের পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় (৩ দিন) ভারী (একদিনে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (একদিনে ৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে। টানা ভারী বৃষ্টির কারণে সিলেটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে, একেবারে বৃষ্টিহীন উপকূলীয় বরিশাল ও খুলনা বিভাগ। এ দুই বিভাগের অধিকাংশ এলাকাজুড়ে বইছে তাপপ্রবাহ। তীব্র গরমে এ দুই বিভাগের মানুষের ভোগান্তিও চরম আকার ধারণ করেছে।

মঙ্গলবার খুলনা ও বরিশাল বিভাগেও বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। কুড়িগ্রামের রাজারহাটে ১১৫ এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, খুলনা বিভাগসহ পটুয়াখালী, ভোলা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল খুলনায়। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি রয়েছে খুলনা ও বরিশাল বিভাগে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবুল কালাম মল্লিক বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য ( ০)





  • company_logo