• জাতীয়
  • লিড নিউজ

সৌদি পৌঁছেছেন ৮২ হাজার ৭৭২ জন হজযাত্রী

  • জাতীয়
  • লিড নিউজ
  • ১২ জুন, ২০২৪ ১১:০৬:০৮

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ৮২ হাজার ৭৭২ জন বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। সৌদি যাত্রার ফ্লাইট শেষ হবে আজ।

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। 

বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার পর্যন্ত সর্বমোট ৮২ হাজার ৭৭২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ২০৯টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৫টি, সৌদি এয়ারলাইন্সের ৭২টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩২টি।

এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৪৫৬২ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮০ হাজার ৬৯৫। তাদের শতভাগ ভিসা সম্পন্ন হয়েছে। এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি।

হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ৯ মে। শেষ ফ্লাইট যাবে ১২ জুন। এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। ২২ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে।

উল্লেখ্য, ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

মন্তব্য ( ০)





  • company_logo