• কূটনৈতিক সংবাদ

বাহরাইনে রাষ্ট্রদূত পদ পাচ্ছেন শাহজাহান আলম

  • কূটনৈতিক সংবাদ
  • ২৮ মে, ২০২৪ ১২:৪৩:২৫

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য শাহজাহান আলম সাজুকে বাহরাইনে রাষ্ট্রদূত হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাহারাইন সরকার তাকে গ্রহণ করলে তিনিই হবেন সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত।

 সূত্র জানায়, নয় মাস ধরে মানামায় রাষ্ট্রদূতের পদটি শূন্য রয়েছে। বর্তমানে একজন কূটনীতিক চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন। সে কারণে ব্রাহ্মণনবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও শিক্ষক নেতা শাহজাহান আলম সাজুকে মানামায় চুক্তিভিত্তিক রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।  

এদিকে জানা গেছে, বিদেশের আরো আটটি মিশনে রাষ্ট্রদূত পদে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।  
দ্য হেগ, জেনেভা, কেপটাউন, আম্মান, কলম্বো, নাইরোবি, বন্দর সেরি বেগাওয়ান ও ইসলামাবাদ মিশনে রদবদল আসছে।  

আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নূর-ই হেলাল সাইফুর রহমানকে জর্ডানে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জর্ডানে নিযুক্ত রাষ্ট্রদূত নাহিদা সোবহানকে অটোয়ায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।  

কলম্বোয় নিযুক্ত হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলামকে জেনেভাস্থ জাতিসংঘ মিশনের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এদিকে কলম্বোতে হাইকমিশনারের দায়িত্ব পাচ্ছেন কলকাতার বাংলাদেশ মিশনের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের প্রধান হিসেবে (মহাপরিচালক) দায়িত্বরত শাহ আহমেদ শাফিকে দক্ষিণ আফ্রিকায় হাইকমিশনার হিসেবে পাঠানো হচ্ছে।  

নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে ঢাকায় আনা হচ্ছে। নেদারল্যান্ডসের হেগে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হচ্ছে বর্তমানে কেনিয়াতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক মোহাম্মদকে।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের মহাপরিচালক নওরীন আহসানকে ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পাঠানো হচ্ছে। বন্দর সেরি বেগাওয়ানের হাইকমিশনার নাহিদা রহমান সুমনাকে গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।  
আর গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূত আসুদ আহমদ অবসরোত্তর ছুটিতে গেছেন।  

বর্তমানে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে মহাপরিচালক (অপারেশনস) ইকবাল হোসাইন খানকে ইসলামাবাদে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ঢাকায় ফিরতে বলা হয়েছে ইসলামাবাদের বর্তমান হাইকমিশনার রুহুল আলম সিদ্দিকীকে।  

এছাড়াও ভারতের মুম্বাইয়ে বাংলাদেশের বর্তমান উপ-হাইকমিশনার চিরঞ্জীব সরকারকে কেনিয়াতে পরবর্তী হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।  

মন্তব্য ( ০)





  • company_logo