• জাতীয়
  • লিড নিউজ

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নারীসহ ৩ জনের মৃত্যু

  • জাতীয়
  • লিড নিউজ
  • ২৮ মে, ২০২৪ ১০:৫৫:৩০

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় রেমালের ঝড়বৃষ্টির রাতে রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে এসব ঘটনা ঘটনা ঘটে। এর মধ্যে খিলগাঁও থানা এলাকায় দুইজন এবং যাত্রবাড়ী থানা একজন রয়েছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, যাত্রাবাড়ী এলকায় বিদ্যুৎস্পৃষ্টে লিজা আক্তার (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে নোয়াখালীর চরজব্বার উপজেলার মো. সিরাজ খানের মেয়ে। যাত্রাবাড়ীতে বাসায় থাকে লিজার পরিবার।

তার বোন মরিয়ম জানান, বাসার পাশে টিনের বেড়া স্পর্শ করলে লিজা বিদ্যুৎস্পৃষ্ট হয়। রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে আগেই মারা গেছে।

অপরদিকে সোমবার রাত ১১টার দিকে খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকার আইসক্রিম গলিতে জমে থাকা বৃষ্টির পানির মধ্য দিয়ে যাওয়ার সময়ে বৈদুতিক খুঁটিতে স্পর্শ লেগে অচেতন হয়ে পড়েন মরিয়ম বেগম (৪৫) এক নারী। তাকে হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রায় একই সময়ে খিলগাঁওয়ের তালতলায় ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মো. রাকিব (২৫) এক যুবক। রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাকিবের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার উত্তর চরাইল গ্রামে। তার বাবার নাম মো. দুলাল মিয়া।

মন্তব্য ( ০)





  • company_logo