• জাতীয়

মাগুরায়  যুব উন্নয়ন অধিদপ্তরের সনদপত্র, ভাতা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত 

  • জাতীয়
  • ২১ মার্চ, ২০২৪ ১৬:২৪:৪০

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের ১৬ তম ব্যাচের সমাপনী, সনদপত্র, ভাতা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

২১ মার্চ বৃহস্পতিবার দুপুরে যুব ভবন হল রুমে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ ইলিয়াসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর এ,কে,এম, আহসানুল কবীর।

বক্তাগণ তাদের বক্তব্যে যুব শক্তিই উন্নয়নের উৎস, তারাই জাতির প্রাণ প্রবাহ বলে যুব সমাজকে অনুপ্রাণিত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ। আলোচনা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের ৪০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ১ লক্ষ ৩৩ হাজার ৪০০টাকা ভাতা ও সনদ বিতরণ এবং ৩ জন প্রশিক্ষণ প্রাপ্ত যুব উদ্যোক্তাদের মাঝে ২ লক্ষ ৪০ হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo