• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে এক কেজি গাঁজাসহ  সিএনজি চালক গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৭ ফেব্রুয়ারী, ২০২৪ ২০:০৭:২৩

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় এক কেজি গাঁজাসহ শেখ ফরিদ ওরফে সোহেল (২২) নামে সিএনজির এক চালককে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা-পুলিশ। 

গ্রেপ্তার শেখ ফরিদ শেরপুরের সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের কাউয়াপেচী গ্রামের ফকির মাহমুদের ছেলে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামপুর থানায় দায়েরকৃত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামালপুর জেলা জজ ও দায়রা আদালতে তাকে পুলিশ হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দী পোড়াবাড়ি এলাকা থেকে শেখ ফরিদকে গ্রেপ্তার করে পুলিশ। 

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, থানার উপপরিদর্শক (এসআই) মাসউদুর রহমান বাদি হয়ে গ্রেপ্তার শেখ ফরিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

এসআই মাসউদুর রহমান বলেন, 'আমিসহ সঙ্গীয় ফোর্সরা মরাকান্দী পোড়াবাড়ী এলাকায় চেক পোস্ট ডিউটি করার সময় একটি সিনএনজির গতিবিধি দেখে আমাদের সন্দেহের সৃষ্টি হয়। পরে আমরা সিএনজিটি থামিয়ে তল্লাশী করে পলি ব্যাগে মোড়ানো এক কেজি গাঁজা এবং সিএনজি জব্ধ করাসহ সিএনজি চালক শেখ ফরিদকে আটক করি। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য হবে ২০ হাজার টাকা। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, 'জব্দকৃত গাঁজাসহ গ্রেপ্তার শেখ ফরিদকে জামালপুর আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা মাদকমুক্ত ইসলামপুর গড়তে সবসময় সচেষ্ট রয়েছি।'

মন্তব্য ( ০)





  • company_logo