• জাতীয়
  • লিড নিউজ

উত্তরাঞ্চলে ফের শীতের দাপট

  • জাতীয়
  • লিড নিউজ
  • ০৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:০১:০৪

ছবিঃ সংগৃহীত

রংপুর ব্যুরোঃ রংপুরসহ উত্তরাঞ্চলে আবারও কুয়াশা আর বাতাসের সাথে কিছুটা শীতের অনুভতি হচ্ছে অনেক জেলায়।এর ফলে সকাল থেকে ঠান্ডা পড়ছে রংপুরে।তাপমাত্রা অনুযায়ী শীত অনেক বাড়ছে।তবে আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে আগামী কয়েকদিনের মধ্যে আবারও শীত বাড়তে পারে। আজ রোববার রংপুর জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১দশমিক ৫ডিগ্রী সেলসিয়াস।তবে সকাল সাড়ে ৯টার পর থেকে সুর্যের দেখা মিলছে এই অঞ্চলে।

এ কারনে নিম্ন আয়ের মানুষ পড়ছে বিপাকে।তবে পঞ্চগড়ের তেতুলিয়ায় শৈত্য প্রবাহ বইছে।তবে তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে হলে আবহাওয়া বলছেন শৈত্য প্রবাহ আর পঞ্চগড়ের তেতুলিয়ায় রোববারের তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া অফিস  বলছেন, রংপুরসহ উত্তরাঞ্চলে শীত আস্তে আস্তে কমে যাওয়া সম্ভবনা।

তবে কুয়াশার সাথে ঠান্ডা বাতাস বইছে।এর ফলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের অনুভতি হচ্ছে।তবে কয়েক দিন এই ঠান্ডা থাকতে পারে।অন্যদিকে শ্রমজীবি খেটে খাওয়া মানুষ বিপাকে পড়ছে।তবে গত কয়েকদিনের চেয়ে শীত কিছুটা কমে গেছে।

রংপুর বিভাগের ৮ জেলার রোববার তাপমাত্রা রের্কড করা হয়েছে-রংপুরে-১১দশমিক ৫ডিগ্রী,পঞ্চগড়ের তেতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রী,ঠাকুরগাও ১০ দশমিক ৭ ডিগ্রী,কুড়িগ্রামের রাজারহাটে ১০ ডিগ্রী,দিনাজপুরে ১০ডিগ্রী,নীলফামারীর ডিমলায় ১১ দশমিক ৮ডিগ্রী,গাইবান্ধায়- ১১দশমিক ৫ডিগ্রী ও লালমনিরহাটে ১১ দশমিক ২ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রের্কড করেছেন রংপুর আবহাওয়া অফিস।

মন্তব্য ( ০)





  • company_logo