• শিশু সংবাদ

শ্রীপুরে শপিং ব্যাগ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

  • শিশু সংবাদ
  • ২১ জানুয়ারী, ২০২৪ ১৮:৫৫:২৯

ছবিঃ সিএনআই

 শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশে পড়ে থাকা কাপড়ের শপিং ব্যাগের ভেতর থেকে সাত মাস বয়সী এক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে  তেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডিবিএল কারখানার উত্তর পাশে গোদারচালা – তেলিহাটি আঞ্চলিক সড়কের বেলাল ফকিরের আকাশমনি বাগান থেকে লাশটি উদ্ধার হয়। 

স্থানীয়রা জানান,দুপুরে রাস্তার পাশে বাগানের ভিতরে  একটি কাপড়ের শপিং ব্যাগে কিছু মোড়ানো অবস্থায় দেখতে পান কয়েকজন ব্যক্তি।এসময় তারা ব্যাগটি খুললে তার ভেতর একটি শিশুর লাশ দেখতে পান। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে লাশ নিয়ে যায়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে । সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য ( ০)





  • company_logo