• সমগ্র বাংলা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ৫২ বছর পূর্তীতে টিডিএসে শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা
  • ১০ জানুয়ারী, ২০২৪ ২২:৪০:৫৭

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১ টায় টিডিএস ট্রেনিং শাখার সম্মুখে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি।

টিডিএস এ কর্মরত সকল স্টাফদের নিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল হালিম, অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং), টিডিএস।

আলোচনা শেষে টিডিএস সম্মুখে প্রশিক্ষণ মাঠে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ৫২ বছর পূর্তী উপলক্ষে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিরিক্ত ডিআইজি ট্রেনিং মোহাম্মদ আব্দুল হালিম।

এই সময় তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, এই শীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে টিডিএসে স্মরণীয় রাখতে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হলো।

উলেখ্য এই সময় ট্রেনিং শাখার সকল কর্মকর্তা ও ইন্সট্রাক্টর উপস্থিত ছিলেন।  

মন্তব্য ( ০)





  • company_logo