• সমগ্র বাংলা
  • লিড নিউজ

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে নতুন বই বিতরণ উৎসব 

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০২ জানুয়ারী, ২০২৪ ২১:৪৮:৫৩

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীরা বছরের শুরুতেই নতুন বই পেয়ে খুব খুশি। টাঙ্গাইল জেলা পরিষদ সংলগ্ন বস্তি এলাকায় ওই স্কুলে ২ জানুয়ারি মঙ্গলবার এ উৎসবের আয়োজন করা হয়। 

বই বিতরণ উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ রাশেদ খান মেনন (রাসেল), স্কুলের শিক্ষক মন্ডলী 'সহ শিশু শিক্ষার্থীরা। 

অতিথিরা বলেন,আসুন সবাই মিলে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যানে কাজ করি। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। 

টাঙ্গাইলে ফ্রেন্ডশিপ স্কুলটি ২০১২ সালে শুরু হয়েছিলো মাত্র ২৯ জন শিশু নিয়ে। এখন টাঙ্গাইলের ফ্রেন্ডশিপ স্কুলে প্রায় দুইশত সুবিধাবঞ্চিত হত দরিদ্র,পথ শিশু বিনা বেতনে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে। একদিন সমগ্র বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছে যাবে এই শিক্ষাসেবা এই স্বপ্ন নিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের অন্যতম ডিজিটাল সংবাদমাধ্যম সিএনআই প্রধান নির্বাহী মো. জুয়েল আহমেদ। 

অতিথিরা আরো বলেন, প্রত্যেকেই নিজ নিজ সাধ্য অনুযায়ী এই ধরনের মহৎ উদ্দ্যোগের সহযোগী হতে পারেন। যদি সমাজের পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে কাজ করতে চান তাহলে এগিয়ে আসুন। যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মানবতার কল্যানে কাজ করি, তবেই বাংলাদেশ সুখী সমৃদ্ধ দেশে পরিণত হবে।

মন্তব্য ( ০)





  • company_logo