• সমগ্র বাংলা
  • লিড নিউজ

সিরাজগঞ্জে ৬টি আসনের মনোনয়ন বাছাই সম্পন্ন

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০৪ ডিসেম্বর, ২০২৩ ১৬:১৮:১১

ফাইল ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার ৬টি আসনের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ৬টি আসনে ৪৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাই শেষে ১৩জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান  অপরদিকে মনোনয়নপত্র বাতিলের বাতিলের সিদ্ধান্তে আপিল করার কথাও জানান প্রার্থীরা।

সোমবার (০৪ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া), সিরাজগঞ্জ-৫ (বেলকুচিচৌহালী) ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়  এর আগে গত রোববার (৩ ডিসেম্বর) সিরাজগঞ্জ-১ (সদরের ৫ ইউনিয়ন ও কাজিপুর), সিরাজগঞ্জ ২ (সদরের ৫ ইউনিয়ন ও কামারখন্দ) এবং সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম  জানান, গত দুইদিন বাছাই শেষে সিরাজগঞ্জ-১ আসনে দুজন, সিরাজগঞ্জ-২ আসনে একজন ও সিরাজগঞ্জ-৩ আসনে ৭ জন, সিরাজগঞ্জ-৫ আসনে ১জন, সিরাজগঞ্জ-৬ আসনে ২জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, সিরাজগঞ্জ-১ আসনে জাকের পার্টির মো. রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা তালুকদার, সিরাজগঞ্জ-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী সোহেল রানা, এবং সিরাজগঞ্জ-৩ আসনে শরিফুল আলম খন্দকার (স্বতন্ত্র), সাখাওয়াত হোসেন সুইট (স্বতন্ত্র), আব্দুল হালিম খান দুলাল (স্বতন্ত্র) ও স্বপন কুমার রায় (স্বতন্ত্র), নুরুল ইসলাম (স্বতন্ত্র), মোজাফফর হোসেন (স্বতন্ত্র) ও মুক্তিজোটের প্রার্থী নুরুল ইসলাম প্রামানিক, সিরাজগঞ্জ-৫ আসনের সদ্য পদত্যাগকারী বেলকুচি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল (স্বতন্ত্র), সিরাজগঞ্জ-৬ আসনে হালিমুল হক মিরু (স্বতন্ত্র) ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রেজাউর রশিদ খান। মনোনয়ন বাতিলের তালিকার মধ্যে আওয়ামীলীগের বিদ্রোহী ৭জন প্রার্থী রয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, যে সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ৫ ডিসেম্বর থেকে নির্বাচন কমিশনে আপিল করেতে পারবেন।

উল্লেখ্য, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি চলবে আগামী ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত  আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। পরদিন ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে

 এরপর আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সবশেষে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

মন্তব্য ( ০)





  • company_logo