• সমগ্র বাংলা

কুড়িগ্রামে এইচএসসিতে ৪ কলেজের সবাই ফেল

  • সমগ্র বাংলা
  • ২৭ নভেম্বর, ২০২৩ ১৩:৩৭:১১

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে এইচএসসিতে ৪ কলেজের শতভাগ পরীক্ষার্থী ফেল করেছেন। এমন ফলাফলে এসব প্রতিষ্ঠানের পাঠদান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকসহ সচেতন মহল।রোববার (২৬ নভেম্বর) দুপুরে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলের তালিকায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কুড়িগ্রামের ৪ কলেজের কোন পরীক্ষার্থী পাস না করার তথ্য পাওয়া যায়।

জানা গেছে, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা মডেল কলেজে এক শিক্ষার্থী ও নাগেশ্বরী উপজেলার সমাজ কল্যান মহিলা কলেজের এক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে অকৃতকার্য হন। উলিপুর উপজেলার বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজের চার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে সবাই অকৃতকার্য হন।

অপরদিকে ভুরুঙ্গামারী উপজেলার মইদাম কলেজ থেকে একজন পরীক্ষায় অংশগ্রহন করে অকৃতকার্য হয়েছেন।এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ সাইদুল আরীফ জানান, শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য ( ০)





  • company_logo