• সমগ্র বাংলা
  • লিড নিউজ

সুন্দরবনে জেলের জালে লাখ টাকার মেদ মাছ!

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ২৩ নভেম্বর, ২০২৩ ২০:৩৯:৫৪

ছবিঃ সিএনআই

সাতক্ষীরা: সুন্দরবন উপকূলের জেলে বাবলু মালী জালে উঠে আসলো লাখ টাকার মেদ মাছ । এক জালের কেরামতিতে উঠেছে মেদ মাছ আর তাতে খুলে গেছে সাধারণ এক জেলের ভাগ্য। গাবুরার নেছার উদ্দিন মালী ছেলে বাবলু মালী জানান, বরাবরের মতো সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়েছিলেন সুন্দরবনের নদীতে তাতেই খুলে যায় তার ভাগ্য । বুধবার রাতে কপাল খুলে যায় এই জেলের। বাবুর এক জালেই পাওয়া ২৭টি মেদ মাছ যা স্থানীয় বাজারে বিক্রি হলো লাখ টাকায়। এতে বেজায় খুশি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের এই জেলে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পাইকারি এক ক্রেতা ৬০০ টাকা কেজি দরে মাছগুলো ১ লাখ টাকায় কিনে নেন। জানা গেছে, গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের বাবলু কয়াল বন বিভাগের অনুমতি নিয়ে কয়েকদিন আগে মাছ ধরতে সুন্দরবনে যান। বুধবার রাতে সুন্দরবনের মাহমুদা নদীতে জাল ফেলেন তিনি। সেই জালেই একসাথে ২৭টি মেদ মাছ ধরা পড়ে। যার ওজন ১৭০ কেজি। মাছগুলো বৃহস্পতিবার সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে আনা হলে ৬০০ টাকা কেজি দরে কিনে নেন এক পাইকারি ক্রেতা।

স্থানীয় মাছ ব্যবসায়ী আবুবক্কার গাজী বলেন, খানিকটা কাইন মাছের আকৃতির মেদ মাছ খেতে অত্যন্ত সুস্বাদু। এরা নদীতে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। সচরাচর জালে মাছ ধরা পড়ে না। তবে মাঝে মাঝে ভাগ্যবান জেলেদের জালে ঝাকে ঝাকে ধরা পড়ে মেদ মাছ। গত বছর এক জেলে এক সাথে প্রায় ৩০০টি মেদ মাছ পেয়েছিল।

মন্তব্য ( ০)





  • company_logo