• সমগ্র বাংলা

কুড়িগ্রামে গৃহবধূর মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ

  • সমগ্র বাংলা
  • ২৩ নভেম্বর, ২০২৩ ১৯:৫২:২২

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মারপিট করে মুখে বিষ ঢেলে গৃহবধুকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পশ্চিম বালাতারি গ্রামে।

অভিযোগে জানা যায়, উপজেলার কৃষ্ণানন্দ বকশী বালাতারি গ্রামের নুরনবীর ছেলে রবিউল ইসলাম রবি (৩০) পার্শ্ববর্তী পূর্ব ফুলমতি গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী সাজিনা বেগম (৩৫)কে বিয়েসহ বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে পরকিয়ায় জড়ায়। বিষয়টি পরিবার সহ এলাকায় জানাজানি হলে এক বছর পূর্বে কুড়িগ্রাম নোটারি পাবলিকে এফিডেভিট মূলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বুধবার রাত সাড়ে দশটায় সাজিনাকে রবিউল ইসলাম তার বাড়িতে নিয়ে যান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মধ্যরাতে সাজিনাকে হত্যার উদ্দেশ্যে মারপিট ও কীটনাশক বিষ খাওয়ানোর চেষ্টা করে। মারপিটের এক পর্যায়ে সাজিনা জ্ঞান হারালে পরে রবিউল ও তার পরিবারের লোকজন মুখে বিষ ঢেলে দেয়। বিষয়টি তার পরিবারের লোকজন জানার পর ঘটনাস্থলে আসার আগেই রবিউলের লোকজন গুরুতর অসুস্থ সাজিনাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ ঘটনায় ওই গৃহবধূর মা বাদী হয়ে বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাজিনার শাশুড়ি মজিয়া বলেন, আমার ছেলে মিজানুর ছয় বছর আগে মারা গেছেন। দুই ছেলে সন্তান সহ সাজিনা থাকেন। সাজিনার ভাই আশিকের বন্ধুত্বের খাতিরে প্রায় পাঁচ বছর আগে থেকেই আমাদের বাড়িতে রবিউল যাতায়াত করে। পাঁচ বছর আগেই সাজিনার সাথে রবিউলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে তারা দু’জনেই এফিডেভিট করে বিয়ে করেছে এবং শুনেছি।

অভিযুক্ত রবিউল ইসলামের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হুমায়রা আক্তার জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক। রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। আমরা সবসময় খোঁজ খবর নিচ্ছি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান,, ঘটনার পরই জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর ফোন পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য ( ০)





  • company_logo