• সমগ্র বাংলা

গাজীপুরে ট্রাকে ধাক্কা দিলো ট্রেন, আহত ৫ 

  • সমগ্র বাংলা
  • ২৩ নভেম্বর, ২০২৩ ১৯:৩৪:৪৬

ছবিঃ সিএনআই

গাজীপুর: গাজীপুর মহানগরীর সালনা এলাকায় চাঁপাইনবাবগঞ্জগামী একটি মেইল ট্রেন বালুবাহী ট্রাককে ধাক্কা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ট্রেনের ইঞ্জিনের সামনে বসে থাকা পাঁচ যাত্রী আহত হন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সালনা রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, জয়দেবপুর থেকে দুপুর ২টার পর চাঁপাইনবাবগঞ্জগামী লোকাল ট্রেন সালনা রেলক্রসিং এলাকায় পৌঁছায়। এসময় বালুভর্তি ট্রাক রেল লাইনে আসলে সেটিকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ট্রেনের ইঞ্জিনের সামনের অংশে বসে থাকা পাঁচ যাত্রী আহত হন। পরে ট্রেনটি মৌচাক রেলওয়ে স্টেশনে আসলে আহত যাত্রীদের নামানো হয়। গুরুতর দুই জনকে অ্যম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌচাক রেল স্টেশনের দায়িত্বশীল কর্মকর্তা মিজানুর রহমান বলেন, চাপাইনবাবগঞ্জগামী লোকাল ট্রেন স্টেশনে আসলে কয়েকজন আহত যাত্রী নামেন। শুনেছি সালনা এলাকায় একটি ট্রাককে ধাক্কা দিয়েছি ট্রেনটি। ট্রেনের সামনের অংশে কিছুটা ক্ষতি হয়েছে। আসলে যাত্রী বেশি থাকায় আহতরা ট্রেনের সামনের অংশে বসে যাত্রা করছিলেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু, তাদের পরিচয় জানা যায়নি। 

জয়দেবপুর রেলওয়ে পুলিশের ইনস্পেক্টর শহিদুল ইসলাম বলেন, ট্রেন একটি ট্রাককে ধাক্কা দিয়েছে বলে শুনেছি। ট্রাকটি ওই সময় কীভাবে রেললাইনে উঠেছিল আমরা সে বিষয়ে খোঁজ নিচ্ছি। 

মন্তব্য ( ০)





  • company_logo