
ছবিঃ সিএনআই
সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় পার্কিংয়ের দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।বিএনপি-জামায়াতসহ সমমনা দল সমূহের ডাকা টানা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে সোমবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদের পাশে গাড়িতে আগুন দেয়ার এই ঘটনা ঘটে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্নায়েন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর আনুমানিক চারটার সময় সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে আগুন দেয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে তা বলা যাচ্ছেনা। বিষয়টি তদন্ত করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানান, ভোর ৪টার দিকে দুটি মোটরসাইকেলে করে এসে পাঁচজন যুবক সাতকানিয়ার রাস্তায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে দ্রুত সটকে পড়ে। এতে গাড়িগুলোতে আগুন ছড়িয়ে পডে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো: আতাউল হক বলেন,‘আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে তা তদন্ত করা হচ্ছে। বিষয়টি গুরুত্বভাবে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের বর্বর বোমা হামলায় ফিলিস্...
নিউজ ডেস্কঃ দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ...
গাজীপুর প্রতিনিধিঃ
মন্তব্য ( ০)