• সমগ্র বাংলা
  • লিড নিউজ

বসতভিটা নিয়ে বিরোধে স্বজনদের পিটুনিতে ভ্যানচালক নিহত, গ্রেপ্তার ৬ 

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ২৬ অক্টোবর, ২০২৩ ১৭:০৮:৪৮

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে বসতভিটার জায়গা নিয়ে বিরোধের জের ধরে স্বজনদের পিটুনিতে কোবাদ হোসেন নামে একজন ভ্যান চালক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হত্যার ওই ঘটনা ঘটেছে পৌর শহরের পূর্বপাড়া মহল্লায়। কোবাদ হোসেন (৬০) বিরামপুর পৌর শহরের পুর্বপাড়া মহল্লার বাসিন্দা মৃত কলিম উদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বসতভিটার  জায়গা নিয়ে কোবাদ হোসেনের সাথে তার আপন খালা অমেলা বেগম, খালাতো বোন নাজমা ও নিহারার বিরোধ চলে আসছিল। আজ বৃহস্পতিবার দুপুরে বাক বিতন্ডার সময় কয়েকজন মিলে কোবাদ হোসেনকে বেধড়ক মারপিট  করে। জান বাঁচাতে প্রতিবেশী তৈয়ব আলীর বাড়িতে আশ্রয় নেয় সে। কিন্তু ওই বাড়ীতে প্রবেশ করে কিল ঘুষির পাশাপাশি বাঁশ, কাঠ দিয়ে বেদম প্রহার করা হয় তাকে। নেতিয়ে পড়লে তাকে ফেলে সটকে পড়ে হামলাকারীরা। তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্হানীয়রা। তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শাহরিয়ার পারভেজ। 

বিরামপুর থানার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, পিতাকে হত্যার ঘটনায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়োর করেছি নিহতের মেয়ে। অভিযুক্তদের মধ্যে ৬জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তারা। জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন তারা। ময়না তদন্তে লাশ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরন করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo