• সমগ্র বাংলা

বগুড়ায় প্রাইভেট কারের ধাক্কায় এক নারীর মৃত্যু

  • সমগ্র বাংলা
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:৫৭:২৮

ছবিঃ সংগৃহীত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় স্বপ্না বেগম (৩৫) নামের এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ২ জন। বুধবার দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার মোকামতলা গোল্ডেন চাইল্ড এডুকেশন স্কুলের সামনে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপ্না বেগম (৩৫) শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামের সুমন মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বপ্না বেগম তাঁর বাবার বাড়ি গাবতলী উপজেলার পীরগাছা এলাকায় যাওয়ার জন্য অটোভ্যানে করে মোকামতলা বাজার থেকে রওনা হন। পথিমধ্যে বগুড়া রংপুর মহাসড়কের গোল্ডেন চাইল্ড স্কুলের সামনে পৌছিলে রংপুর দিক থেকে আসা একটি প্রাইভেটকার অটোভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দেয়।

এতে ভ্যান থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান স্বপ্না। এঘটনায় গুরুতর আহত হন ভ্যান যাত্রী স্বপ্নার মেয়ে রহিমা(০৩) ও ধোন্দাকোলা গ্রামের কাঞ্চনা রানী(৪৫)। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। চালক পলাতক থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।

মন্তব্য ( ০)





  • company_logo