
ছবিঃ সিএনআই
রংপুর ব্যুরোঃ তিন দিনের ভারী বর্ষণে রংপুর নগরীর বিভিন্ন স্থানের নিচু এলাকার কিছু কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এর ফলে ভোগান্তি আর দূভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে। স্থানীয় বলছেন ড্রেস ব্যবস্থা না থাকার কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীতে।তবে আস্তে আস্তে নেমে যাচ্ছে জমে থাকা পানি।আগামী দুই দিন বৃষ্টি না হলে পানি কমে যাবে।মঙ্গলবার দুপুর বিকাল পর্যন্ত রংপুর নগরী বৃষ্টি হয়েছে।তবে আজকের ও পুর্বের পানি জমে থাকার ফলে প্রায় ১০টি মহল্লার কিছু কিছু নিচু স্থানে দেখা গেছে জলাবদ্বতা।
আশ্বিনের এই ভারী বৃষ্টিতে ধানের উপকার হলেও সবজি খেতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ।তবে অনেক এলাকায় সব পানি জমে খাকায় নষ্ট হওয়ার আশংকা রবিশস্য। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রংপুরে মঙ্গলবার সর্বমোট ৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে রংপুর নগরীর ঘুরাতিপাড়া, কেরামতিয়া মসজিদ সংলগ্ন, তাজহাট, বাবুপাড়া, কামারপাড়া, আদর্শপাড়া, নগর মীরগঞ্জ, শালবন, মিস্ত্রিপাড়া, কলাবাড়ি দর্শনা, কামাল কাছনা, মাহিগঞ্জ, বোতলা, নিউ জুম্মাপাড়া, পূর্ব জুম্মাপাড়া, মর্ডান মোড় সংলগ্ন বিভিন্ন মহল্লা, মুন্সিপাড়া, হনুমানতলা, মুলাটোল, মেডিকেল পাকার মাথা ও জলকর বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হলেও তা আস্তে আস্তে নেমে যাচ্ছে।
রংপুর নগরীর মুন্সিপাড়া এলাকার সিরাজুল ইসলাম বলেন,দুপুরে বৃষ্টি হয়েছিল।এর দুইদিন আগে বৃষ্টির ফলে নগরীতে সৃষ্টি হয়েছে জলবদ্ধতার তিনি বলেন সঠিকভাবে ড্রেনের ব্যবস্থা না থাকার কারণে নগরবাসীকে বারবার ভোগান্তিত হয় মাঝে মাঝে।
এদিকে গত শনিবার রাত থেকে রোববার টানা বর্ষন আর মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে।এর ফলে রংপুর নগরীর অনেক নিচু এলাকায় পানি জমে গেছে।তবে অনেকে দায়ী করছেন রংপুর সিটি কর্পোরেশনকে।তারা বলছেন ড্রেস ব্যবস্থা সঠিক ভাবে না থাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ওবায়দুর রহমান মন্ডল জানান, এখন ধানের মৌসুম এই বৃষ্টি ধান খেতের জন্য উপকারীতবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে সবজি খেতে বিরূপ প্রভাব পড়তে পারে যেটা পানি নেমে যাওয়ার পর বোঝা যাবে তবে পানি জমে থাকলে অবশ্যই ক্ষতির মুখে পরবে সবজি চাষিদের।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা...
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় একটি প্ল্য...
স্বাস্থ্য ডেস্কঃ দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ ...
সুনামগঞ্জঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার...
মন্তব্য ( ০)