• সমগ্র বাংলা

কুড়িগ্রামে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন

  • সমগ্র বাংলা
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ২১:৪৮:৪১

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষ্যে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুড়িগ্রাম জেলায় এই দিবসটি পালিত হয়। দিনের শুরুতেই একটি বর্ণাঢ্য র‌্যালী কুড়িগ্রাম শহরে বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে শেখ রাসেল পৌর অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, অতিথিবৃন্দ পৌর অডিটরিয়ামে বিভিন্ন স্টলে সরকারি বিভিন্ন সেবা প্রদান বিষয় প্রদশর্নী পরিদর্শন করেন ও সকলে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। কুড়িগ্রাম জেলা পুলিশ জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে বিভিন্ন আনুষ্ঠানিকতায় ঐতিহ্যবাহী সুসজ্জিত পুলিশ ব্যান্ডদলের অংশগ্রহণসহ নিরাপত্তা সেবা প্রদান করে। 

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে বিভিন্ন আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মুদাচ্ছির বিন আলী, বিজ্ঞ পিপি এসএম আব্রাহাম লিংকন, বীর মুক্তিযোদ্ধা এসএম হারুন অর রশীদ লাল, শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক রাশেদুজ্জামান বাবু, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

মন্তব্য ( ০)





  • company_logo