• প্রশাসন

কুড়িগ্রামে 'দক্ষতা উন্নয়ন' কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ

  • প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ২১:৪৮:২৫

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ১৩ তম ব্যাচের 'দক্ষতা উন্নয়ন' কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গড়ার প্রত্যয়ে গত ৯ হতে ১৪ সেপ্টেম্বর ৬ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের (১৩ তম ব্যাচ) এর সমাপনী এবং সনদপত্র বিতরণ করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

১৩ তম এই কোর্সে বিভিন্ন পর্যায়ে ভালো ফলাফল করায় ৩ জন চৌকস পুলিশ সদস্যকে জেলা পুলিশের পক্ষ থেকে পুরষ্কার শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। পুরষ্কার প্রাপ্তরা হলেন ডিএসবিতে কর্মরত কনস্টেবল জনাব মোঃ তারিফুল ইসলাম, চিলমারী থানায় কর্মরত নারী কনস্টেবল মোছাঃ সুমী আক্তার ও সদর কোর্টের নারী কনস্টেবল মোছাঃ মাহমুদা খাতুন। 

এসময় আরো উপস্থিত থেকে সফলভাবে প্রশিক্ষণ গ্রহনকারী প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করেন  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ সাজ্জাদ হোসেন,  কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ. কে. এম. ওহিদুন্নবী, আইন বিষয়ক কোর্স কর্ডিনেটর ইন্সপেক্টর ইব্রাহিম খলিল, পুলিশ লাইন্সের আরআই জনাব মোঃ জহুরুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

মন্তব্য ( ০)





  • company_logo