• প্রশাসন
  • লিড নিউজ

জামালপুরের মেলান্দহে বিট পুলিশিং মতবিনিময় সভা 

  • প্রশাসন
  • লিড নিউজ
  • ১২ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:৩২:৪৯

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুকসহ সামাজিক বিশৃঙ্খলা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ সেপ্টেম্বর ) বিকাল ৩টায় উপজেলার  জামিয়া হুসাইনিয়া আরবিয়া মাদরাসা মাঠে মেলান্দহ থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জামিয়া হুসাইনিয়া আরবিয়া মাদরাসার মুহতামিম মুফতি শামসুদ্দিনের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন, জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজন কুমার সরকার, মেলান্দহ পৌরসভার শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজী দিদার পাশা, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম,সনাতন ধর্মের প্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিট পুলিশের কার্যক্রমকে আরো জোড়দার করতে হবে। বিট পুলিশিং সেবার মাধ্যমে সামাজিক সমস্যা সমাধান করা সম্ভব। বিশেষ করে মাদক, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের পুলিশ সর্বদায় প্রস্তুত রয়েছে। জেলা পুলিশ মাদক ও জুয়ার বিষয়ে কোন আপোষ করবে না। যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ করা হবে। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। আমরা ৮ টি বিষয়কে সামনে নিয়ে কাজ শুরু করেছি। ৬০ দিনের টার্গেট করে আমরা লক্ষিত জায়গায় পৌঁছতে চাই। পুলিশের পক্ষে সব অপরাধ দমন করা সম্ভব নয় তাই বিট পুলিশিং এর মাধ্যমে সেবা নিশ্চিত করতে হবে। এসময় জেলা পুলিশকে মানবিক পুলিশে রূপান্তর করতে নবাগত পুলিশ সুপার সকলের সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য ( ০)





  • company_logo