• সমগ্র বাংলা

টাঙ্গাইল জেলা তথ্য অফিসের উদ্যোগে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন

  • সমগ্র বাংলা
  • ২৩ আগস্ট, ২০২৩ ২২:১৫:২৩

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোকের মাস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন বাজার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা তথ্য অফিস টাঙ্গাইলের ব্যবস্থাপনায় বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি এপিএ কর্মসূচির আওতায় আলোচনা সভার শুরুতেই মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মাশতুরা আমিনা। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ, গোপালপুর থানার ওসি তদন্ত 

 মো: মাহফুজ আলম, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র সরকার বিমল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন

টাঙ্গাইলের জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত। গোপালপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত এর সঞ্চালনায়

অনুষ্ঠানে বক্তাগণ বঙ্গবন্ধুর আদর্শ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ, ইউপি সদস্য, তরুন সংগঠক, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন। 

মন্তব্য ( ০)





  • company_logo