• বিশেষ প্রতিবেদন

তেঁতুলিয়ায় ধরা পড়লো ৩৭ কেজি ওজনের বাঘাইর

  • বিশেষ প্রতিবেদন
  • ২৩ জুলাই, ২০২৩ ০৯:৩১:৩৮

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: তেঁতুলিয়ার মহানন্দা নদীতে পাথর শ্রমিকদের জালে ধরা পড়লো ৩৭ কেজি ওজনের একটি বাঘাইর মাছ। এ সময় ৩৭ কেজি ওজনের বাঘাইর মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে  ওই শ্রমিকদের বাড়িতে ভিড় জমান স্থানীয়রা শনিবার (২২ জুলাই) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সর্দাপাড়া এলাকায় মহানন্দা নদীতে মাছটি ধরা পড়ে। তবে অনেকেই মাছটি কেনার জন্য গেলেও মাছটি নিজেদের কাছে ভাগ করে নেন শ্রমিকরা।

জানা যায়, শনিবার দুপুরে সর্দাপাড়া এলাকার ২৪ জন পাথর শ্রমিক ও কৃষক দল বেধে শখের বসে জাল দিয়ে মহানন্দা নদীতে মাছ ধরতে যান। এসময় নদীতে জাল দিয়ে মাছ ধরা শুরু করলে হঠাৎ জালে আটকা পড়ে মাছটি। শ্রমিক জাহাঙ্গীর আলম বলেন, আমরা প্রায় সময় পাথরের কাজের পাশাপাশি শখের বসে নদীতে মাছ ধরতে যাই।

শনিবার দুপুরের পর মাছ ধরতে নদীতে নামলে বিকেলের দিকে জালে বাঘাইর মাছটি ধরা পড়ে। পরে আমরা মাছটি বাড়িতে নিয়ে সকলে মিলে ভাগ করে নেই।আবু হাসান বলেন, আমরা যখন মাছটি বাড়িতে নিয়ে আসি তখন অনেকই দেখতে আসেন এবং ক্রয় করতে আগ্রহ দেখায় কিন্তু শখ করে যেহেতু মাছটি ধরেছি তাই আমরা বিক্রি না করে আমরা সবাই মিলে মাছটি কেটে ভাগ করে নিয়েছি।

মন্তব্য ( ০)





  • company_logo