• বিশেষ প্রতিবেদন
  • লিড নিউজ

রাজারহাটে তিস্তার ভাঙ্গনে দিশেহারা ৫ গ্রামের মানুষ

  • বিশেষ প্রতিবেদন
  • লিড নিউজ
  • ০৯ জুলাই, ২০২৩ ১৫:৩৬:৩৯

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা ঢলের কারনে তিস্তা নদীতে আবারও ভাঙন শুরু হয়েছে। গত দেড় মাসে অর্ধশতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনে শত শত বিঘা আবাদি জমি, গাছপালা, পুকুর ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীভাঙনে প্রতিরোধ ব্যবস্থা না নেওয়ায় দিশেহারা তিস্তাপাড়ের মানুষ।

সরেজমিনে দেখা গেছে, রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ী হাট হতে বুড়ির হাট এই দীর্ঘ নদীপথে মাত্র দুই এক জায়গায় ভাঙন রোধ ব্যবস্থা নেওয়া হলেও বাকি ৫ কিলোমিটার জায়গা উন্মুক্ত রয়েছে।এসব উন্মুক্ত অঞ্চলের কিছু কিছু জায়গায় অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করায় নদীর পাড় রক্ষা করা যাচ্ছে না। প্রতি বছর নতুন নতুন জায়গায় ভাঙন শুরু হওয়ায় বাড়িঘর, গাছপালা, আবাদি জমি ক্রমশ হারিয়ে যাচ্ছে।চরম হুমকির মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, মন্দির ও মসজিদ। বর্তমানে রাজারহাটের ঘরিয়ালডাঙ্গা  ইউনিয়নের কমিউনিটি সেন্টার তিস্তা নদীতে পড়ার উপক্রম। ৩ কিলোমিটার এলাকায় বিচ্ছিন্নভাবে ভাঙন শুরু হয়েছে। এসব এলাকায় জিওব্যাগ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ্ আল মামুন বলেন, তিস্তার ভাঙন রোধে জিও ব্যাগ ফেলানো হচ্ছে।

মন্তব্য ( ০)





  • company_logo