• বিশেষ প্রতিবেদন

পশ্চিমবঙ্গে পঞ্জায়েত নির্বাচন,হিলি স্হল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ

  • বিশেষ প্রতিবেদন
  • ০৮ জুলাই, ২০২৩ ১৫:৩৬:১১

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে সাধারন ছুটির কারণে আজ ৮ জুলাই শনিবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে ভোগান্তি এড়াতে ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টযাত্রীদের সচল রাখা হয়েছে। বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান।

ভারতে হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলিপ সরকার পম্চিমবঙ্গে পঞ্জায়েন নির্বাচনে সাধারন ছুটির কারন উল্লেখ করে  ‘আজ শনিবার সারাদিন বন্দরে আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছেন। হিলি চেকপোস্ট ইমিগ্রেশনের  ইনচার্জ শেখ আশরাফুল জানান।

পঞ্জায়েন নির্বাচনে আমদানি রপ্তানি বন্ধ রাখা হলেও  পাসপোর্টযাত্রীদের ভোগান্তি এড়াতে দুই দেশের মধ্যে পারাপার চালু রয়েছে। এদিকে হিলির বেসরকারি অপারেটর ঠিকাদারি প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ বলেন, বন্ধরের কার্যক্রম বন্ধ রাখা হলেও  পোর্টের অভ্যন্তরে ট্রাকে পন্য লোডিং আনলোডিং সচল রয়েছে। তা দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করাও হচ্ছে।

মন্তব্য ( ০)





  • company_logo