
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী থানার চৌরাস্তা মোড় এলাকায় বাসের ধাক্কায় মো. মিরাজ মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।শুক্রবার (২ জুন) ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. তুহিন জানান, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহতের বাবার নাম মো. লোকমান খান। এখনও তার পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি।
তিনি আরও জানান, আমরা স্থানীয়দের থেকে জানতে পারি, নিহত ওই যুবক যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাদের খবর দিলে আমরা এসে তাকে উদ্ধার করি। ঘাতক বাসটি সিসি ফুটেজ দেখে শনান্তের চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর মহিপাল থেকে স্ত্রীসহ পুলিশ সদস্যকে ...
স্পোর্টস ডেস্কঃ দারুণ ছন্দে থাকা নাজমুল হাসান শান্তর কাছ...
রংপুর অফিসঃ নারীর রাজনৈতিক ক্ষমতায়নে প্রতিবন্ধকতা বা চ্য...
মন্তব্য ( ০)