
ছবিঃ সংগৃহীত
চট্টগ্রাম প্রতিনিধি: বায়েজিদে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।রোববার (২৮ মে) ভোরে বায়েজিদ থানার সৈয়দ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত্যুবরণকারীরা হলেন- নূরুন নাহার (৩০), ফারিয়া (৩) ও মারুফ (১)।বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কামরুজ্জামান বলেন, আগুন লাগার পর সিলিন্ডার বিস্ফোরণ বলে ধারণা করা হলেও পরে দেখা যায়- ওই বাড়িতে আরও দুইটি সিলিন্ডার অক্ষত রয়েছে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সকালে অগ্নিদগ্ধ তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়,এবং তিনজনকেই হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
চমেক হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইউনিটের প্রধান ডা. রফিকুল ইসলাম জানান, আগুনে দগ্ধ তিনজনের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে। সেই সঙ্গে তাদের শ্বাসনালীও পুড়ে গেছে। এদের মধ্যে মারুফকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে এবং নুরুন নাহার ও ফারিয়া সকাল সাড়ে ১১টার দিকে মারা যান। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর মহিপাল থেকে স্ত্রীসহ পুলিশ সদস্যকে ...
স্পোর্টস ডেস্কঃ দারুণ ছন্দে থাকা নাজমুল হাসান শান্তর কাছ...
রংপুর অফিসঃ নারীর রাজনৈতিক ক্ষমতায়নে প্রতিবন্ধকতা বা চ্য...
মন্তব্য ( ০)