
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চিলমারী ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চল কড়াইবরিশালে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।
চিলমারী থানার ওসি মো. হারেসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন- মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান।
তিনি আরো বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান তিনি।
ময়মনসিংহ প্রতিনিধি: সংবাদ প্রকাশের জেরে ময়মনসিংহের ত্রিশা...
কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ ম...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খা...
নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো শক্তি যেন রাষ্...
মন্তব্য ( ০)