• অপরাধ ও দুর্নীতি

মানিকগঞ্জে চেতনানাশক ঔষধসহ মলম পার্টির ৩ সদস্য গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • ২০ মার্চ, ২০২৩ ১৫:০৯:০০

ছবিঃ সিএনআই

মো: সোহে‌ল রানা খান, মা‌নিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ চেতনানাশক ঔষধসহ মলম পার্টির ৩ সদস্যকে গ্রেফতার করেছে। সোমবার (২০ মার্চ) দুপুরের দিকে প্রেস বিজ্ঞ‌প্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে মা‌নিকগঞ্জ জেলা গোয়েন্দ শাখার ইনচার্জ (ওসি) আবুল কালাম। এর আ‌গে ঢাকা আরিচা মহাসড়কের মা‌নিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলো, জামালপুরের ইসলামপুর উপজেলার নামাপাড়া গ্রামের সাগর আহম্মেদ ওরফে শহর আলী (৪৮), গাজীপুরের গাছা এলাকার শামীম গাজী (৫০) এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমুরিয়া গ্রামের সাব্বির হোসেন (২৭)। তারা ঢাকার সাভা‌রের আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাড়িতে থাকে।

জেলা ডিবির কার্যালয় সূত্রে জানা গেছে, গত রাতে বাসস্ট‌্যান্ড এলাকায় রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ঢাকা আরিচা মহাসড়কের পাশে ওই তিনজনকে ঘোরাঘুরি করতে দেখে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করেন ডিবির সদস্যরা। এ সময় সন্দেহ হলে সাগর আহম্মেদের হাতে থাকা ১১টি কাগজের ছোট প্যাকেটে (পোটলা) কালো রংয়ের হালুয়া সাদৃশ্য চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়। এ সময় তাঁদেরকে আটক করা হয়।মা‌নিকগঞ্জ জেলা গোয়েন্দ শাখার ইনচার্জ (ওসি) আবুল কালাম ব‌লেন, সাগরের বিরুদ্ধে অচেতন করে মালামাল লুট করার অভিযোগে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। চেতনানাশক ওষুধ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ওই তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

 

মন্তব্য ( ০)





  • company_logo