
ছবিঃ সিএনআই
আব্দুল আওয়াল, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন।
এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহরিয়ার নজির, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো: আখতারুল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া প্রমুখ। সভায় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি উন্নতিকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় সভায়।
নিউজ ডেস্কঃ প্রায় আট বছর ধরে ভারতে আটকে থাকা বিএনপির...
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ...
নিউজ ডেস্কঃ দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানী...
নিউজ ডেস্কঃ দ্বিপক্ষীয় অভিবাসনের আওতায় বিশেষ করে নির...
মন্তব্য ( ০)