• অর্থনীতি

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের মুনাফা কমেছে কনফিডেন্স সিমেন্টের

  • অর্থনীতি
  • ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৫৭:১৭

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের মুনাফা কমেছে। ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র দেখা গেছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, ২০২২ সালে তালিকাভুক্ত কোম্পানিটির গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৪২ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে ইপিএস কমেছে ৬৮ পয়সা।

নতুন অর্থবছরের দুই প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ টাকা ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ৫ টাকা ৭৪ পয়সা। সেই হিসাবে গত ছয় মাসে শেয়ারপ্রতি আয় কমেছে ১ টাকা ৩১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৬ দশমিক ২২ পয়সা।

জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সময়ের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। রোববার দিনের শুরুতে কোম্পানিটির শেয়ার সর্বপ্রথম লেনদেন হয় ৮৯ টাকায়।

এমআই/এসএসএইচ/

মন্তব্য ( ০)





  • company_logo