• বিশেষ প্রতিবেদন
  • লিড নিউজ

ঠাকুরগাঁয়ে সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাঁসি

  • বিশেষ প্রতিবেদন
  • লিড নিউজ
  • ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ২২:৪১:৪৩

ছবিঃ সিএনআই

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে। চারদিকে সরিষার ক্ষেত যেন বাতাসে দুলছে। ফলে কৃষকের মুখে যেন হাসির ঝিলিক। সূত্র জানায়, উপজেলার ২১টি ইউনিয়নসহ পৌর এলাকায় কৃষকরা সরিষার চাষ করেছে। এবারে অভাবনীয় সাফল্যের আশায় বুক বেঁধেছেন তারা। সরিষা ক্ষেতে চাষীদের চোখে মুখে সেই যেন আনন্দের হাসি।

ভুল্লির কুমারপুর গ্রামের সরিষা চাষী সুজন আলি  জানান, এবার ভালো ফলন হয়েছে। এটি আমার জমির দ্বিতীয় ফসল। এর আগে জমিতে অন্য ফসল ছিল। সরিষা উঠার পর ধান চাষ করব। মোহাম্মদপুর গ্রামের সরিষা চাষী হামিদুর রহমান  জানান, ৭৫ শতক জমিতে সরিষার চাষ করেছি। ফলন ভালো হয়েছে। আশা করছি ভালো লাভ হবে। তবে সরিষার ফলনে দৃষ্টি যেন জুড়িয়ে যায়।

জামালপুর গ্রামের কৃষক আজাহার আলী জানান, শীতে সরিষা চাষে কোনো সমস্যা হয়নি। ফলন ভালো হয়েছে। প্রতি বিঘায় ছয় থেকে সাত মণ সরিষা উঠতে পারে। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  কৃষি সুত্রে জানতে পারলাম এ বছরে ১২ হাজার ৮২০ হেক্টার জমিতে সরিষা চাষ আবাদ হয়েছে। ফলে বেশি জমিতে সরিষা চাষ করা হয়েছে। তবে এবছরে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

মন্তব্য ( ০)





  • company_logo