• অর্থনীতি

হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানি চালু

  • অর্থনীতি
  • ২৮ জানুয়ারী, ২০২৩ ১৫:৫৮:২২

ছবিঃ সিএনআই

সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুর:  দুই দিন ছুটি কাটিয়ে আজ শনিবার দুপুর থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে  ভারতের সাথে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি চালু হয়েছে। গত ২৬ জানুয়ারি ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস এবং বাংলাদেশে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে ২৬ এবং ২৭ জানুয়ারী  দুইদিন হিলি স্থলবন্দরে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। 

বন্দরের বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়। একারণে সেখানে সরকারি ছুটি থাকায় ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলো।  গতকাল ২৭ জানুয়ারী শুক্রবার সাপ্তাহিক ছুটি ছিল কারনে দুই কারণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি  করা যায়নি। আজ শনিবার দুপুর ১২টায় ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করতে শুরু করেছে।

মন্তব্য ( ০)





  • company_logo