
ছবিঃ সিএনআই
কোরবান আলী টিটু, আনোয়ারা (চট্টগ্রাম)ঃ চট্টগ্রামের আনোয়ারায় এক নারী যাত্রীর মোবাইল ছিনতাইয়ের সময় এক সিএনজি চালিত অটোরিকশা চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রামের শাহজাহানের ছেলে শাহিদ হাসান (১৫) ও সরেঙ্গা গ্রামের ছৈয়দুল হকের ছেলে শহিদুল ইসলাম (১৬)। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের তৈলারদ্বীপ সরকার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান বলেন, গ্রেপ্তারকৃত শহিদুল সিএনজি চালিত অটোরিকশা চালক ও হাসান তার সহযোগী। তারা এক নারী যাত্রী নিয়ে বাঁশখালীর দিকে যাওয়ার পথে সরকার হাট এলাকায় গাড়ি থামিয়ে কৌশলে নারীর কাছ থেকে কথা বলার জন্য তার মোবাইল চেয়ে নেন। পরে তারা মোবাইল নিয়ে দ্রুত চলে যাওয়ার সময় মহিলার চিৎকারে লোকজন দুই ছিনতাইকারীকে আটক করে। এরপর মহিলা বাদী হয়ে থানায় একটি ছিনতাইয়ের মামলা করেন। পরে সিএনজিচালক ও তার সহযোগীকে আদালতে প্রেরণ করা হয়।
সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুরঃ দিনাজপুর রংপুর মহা সড়কের ১০...
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে অস্থিরতা আর মা...
রমজান আলী,সাতকানিয়া (চট্টগ্রাম): সাতকানিয়ার কেরানিহাট দ...
জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার: বৈরী আবহাওয়ার কারণে সেন্টম...
মন্তব্য ( ০)