
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ টেবিলের চূড়ায় থেকে ঘরের মাঠে খেলতে এসেছে সিলেট স্ট্রাইকার্স। ঢাকা-চট্টগ্রাম আগ্রাসী ক্রিকেট উপহার দিয়েছে তারা। কিন্তু সিলেটে দেখা গেল ব্যতিক্রমী রূপ। তাদেরকে মাত্র ৯২ রানে বেঁধে দিয়েছে রংপুর রাইডার্স।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে সিলেটের ব্যাটিং লাইন-আপে ত্রাস সৃষ্টি করেন রংপুরের বোলাররা। মাত্র ১৮ রানেই স্বাগতিকদের ৭ ব্যাটারকে পথ দেখান সাজঘরের। কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। শূন্য রানে ফেরেন তৌহিদ হৃদয়, জাকির হাসান ও মুশফিকুর রহিম। কিন্তু টেল এন্ডারদের দৃঢ়তায় রংপুরের কাছে অলআউট হয়নি সিলেট।
এর সিংহভাগ কৃতিত্ব তানজিম রহমান সাকিবের। অষ্টম উইকেটে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে ৪৮ রানের জুটি করেন তিনি। ২১ বলে ২ ছক্কায় ২১ রান করেন মাশরাফি। অন্যদিকে ৩৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪১ রান করে সিলেটের মান বাঁচান তানজিম। যার ফলে শতরান না পেরোলেও ৯ উইকেটে ৯২ রান করে টেবিল টপাররা। রংপুরের হয়ে তিনটি করে উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই ও হাসান মাহমুদ। দুটি মেহেদী হাসান ও একটি শিকার করেন হারিস রউফ।
তথ্যপ্রযুক্তি ডেস্ক: টেক জায়ান্ট গুগল আবারও খরচ কমানোর ঘো...
লাইফস্টাইল ডেস্কঃ ক্র্যানবেরি সুস্বাদু ও পুষ্টিগুণে ভরা এ...
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন ১০০টি রোসোমাক বহুমুখী সাঁ...
নিউজ ডেস্কঃ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২ এপ্রি...
মন্তব্য ( ০)