• আন্তর্জাতিক
  • লিড নিউজ

বেলারুশে হামলার কোনো পরিকল্পনা নেই ইউক্রেনের: জেলেনস্কি

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ২৬ জানুয়ারী, ২০২৩ ১৩:৩২:৫৪

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিবেশী বেলারুশে হামলার কোনো পরিকল্পনা নেই ইউক্রেনের, যদি না দেশটি ইউক্রেন-রাশিয়া যুদ্ধে স্বেচ্ছায় জড়িয়ে পড়ে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকের সময় এ কথা বলেছেন জেলেনস্কি। এ সময় তিনি দাবি করেন, মস্কোর প্ররোচনায় যুদ্ধে শামিল হতে পারে মিনস্ক। খবর ইয়েনি শাফাকের। 

ফিনল্যান্ডের সঙ্গে দুই দেশের জ্বালানি নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ব্যাপারেও আলোচনা করেন জেলেনস্কি। 

জেলেনস্কি বলেন, 'ইউক্রেনকে অবিরতভাবে সমর্থন দেওয়ার জন্য, ফিনল্যান্ডের প্রতি আমি কৃতজ্ঞ। সেই সঙ্গে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা ও বিচারের মুখোমুখি করতে সহযোগিতার জন্যও ধন্যবাদ।'

সাউলি নিনিস্তো জানিয়েছেন, 'ইউক্রেনের জন্য যা যা করা সম্ভব তা করতে আমরা প্রস্তুত আছি।'

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনকে নানাভাবে সাহায্য করে আসছে  ফিনল্যান্ড। ইউক্রেনকে এ পর্যন্ত ৬৫ কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ দিয়েছে দেশটি। 

মন্তব্য ( ০)





  • company_logo