• সমগ্র বাংলা

ফরিদপুরের সদরপুরে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার 

  • সমগ্র বাংলা
  • ২৬ জানুয়ারী, ২০২৩ ১০:১২:০১

প্রতীকী ছবি

এহসান রানা,ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি সরিষা ক্ষেত থেকে শাহজাহান ব্যাপারী নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, নিহত শাহজাহান মাদারীপুরের শিবচর উপজেলার ব্যাপারীকান্দি এলাকার আমিন ব্যাপারীর ছেলে । 

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার রহমতউল্যাহ মাতুব্বরের কান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা ও নিহতের পরিবার জানান, মঙ্গলবার (২৪ জানুয়ারি) ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বের হন শাহজাহান ব্যাপারী। এরপর সে রাতে আর বাড়ী ফিরেনি। বারবার তার মোবাইল ফোনে কল দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

ফরিদপুর সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার  জানান, খবর পেয়ে পুলিশ বিকেলে একটি সরিষা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাই করতে গিয়ে দুবৃর্ত্তরা তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। তবে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

মন্তব্য ( ০)





  • company_logo