• অপরাধ ও দুর্নীতি

পঞ্চগড়ে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • ২২ জানুয়ারী, ২০২৩ ১৯:২৭:৫৬

ছবিঃ সিএনআই

আল মাসুদ,পঞ্চগড়: নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করে মেয়াদউত্তীর্ন পন্য ও আমদানি কারক বিহীন পন্য রাখা,লেবেল ব্যবহার না করা,নিষিদ্ধ শাল্টু ব্যবহার করার অপরাধে হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়।

রোববার (২২ জানুয়ারি)পঞ্চগড় সদর বাজারের চৌরঙ্গী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। এসময় অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহাকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

পরেশ চন্দ্র বর্মন সিএনআইকে বলেন, পঞ্চগড় শহরে বাজার তদারকি অভিযান পরিচালনা করার সময় মেয়াদউত্তীর্ন পন্য ও আমদানি কারক বিহীন পন্য রাখা এবং লেবেল ব্যবহার না করায় আব্দুল্লাহ কনফেকশনারিকে ৩ হাজার টাকা,আল-বাঈক কনফেকশনারিকে ৪ হাজার টাকা এবং খাবার হোটেলে নিষিদ্ধ শাল্টু ব্যবহার করায় মৌচাক হোটেলকে ২ হাজার টাকা সহ মোট ৯ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা আরোপ ও আদায় করা হয়।পরে তিনি সবার উদ্দেশ্যে আরো বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য ( ০)





  • company_logo