
ছবিঃ সিএনআই
মো. মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার জাথালিয়া এলাকায় সেনাবাহিনীর সাভার এরিয়ার আয়োজনে জাথালিয়া আলাল সিকদার উচ্চ বিদ্যালয়ের মাঠে বিনামূল্যে গবাদি প্রাণী ও হাঁস-মুরগির চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
আজ (১ জানুয়ারি) রবিবার সকালে আরভি. এন্ড.এফ ডিপো ও মিলিটারি ফার্ম সাভারের ব্যবস্থাপনায় এচিকিৎসা সেবা উদ্বোধন করেন আরভি.এন্ড.এফ ডিপোর অধিনায়ক কর্নেল তুহিন হাসান পিএসসি, পিএইচ.ডি।
এ সময় উপস্থিত ছিলেন, আরভি.এন্ড.এফ ডিপোর উপ- অধিনায়ক লে. কর্নেল মোশফেকুজ্জামান খান, আরভি.এফসি মেজর প্রদীপ কুমার সরকার, মেজর মোশারফ হোসেন, আরভি.এফসি ক্যাপ্টেন মারুফ হাসান, আরভি.এফসি লেঃ শাহাদত হোসেন পারভেজ, কালিয়াকৈর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফৌজিয়া কাদির, জাথালিয়া আলাল সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিনসহ সেনা সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি ও খামারিরা। পরে ৩২৪৫ টি গরু, ৭০টি মহিষ, ৯৩৬টি ছাগল ও ভেড়া, ২৯৯০টি হাঁস ও মুরগি এবং ১০৫০টি কবুতরকে প্রয়োজনীয় কৃমিনাশক টিকা ও ঔষধসহ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।
বিনোদন ডেস্কঃ ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া ভিডিও স্ক্যান্ডাল...
আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপত...
নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় বাসচাপায় মেহেদী হাসান (...
স্পোর্টস ডেস্কঃ চোটের কারণে সর্বশেষ কাতার বিশ্বকাপে ছিটকে...
মন্তব্য ( ০)