• আন্তর্জাতিক

জাপান সাগরে স্বল্প পাল্লার ৩ ব্যালেস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

  • আন্তর্জাতিক
  • ৩১ ডিসেম্বর, ২০২২ ০৯:৪৮:৪৬

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার (বাংলাদেশ সময় ভোর ৫টা) দিকে প্রথম মিসাইলটির পরীক্ষা চালায় পিয়ংইয়ং। দ্বিতীয়টি সকাল ৮টা ১৪ মিনিটে এবং তৃতীয়টি ৮টা ১৫ মিনিটে ছোড়া হয়েছে। 

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, মিসাইল ৩টি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে ১০০ কিলোমিটার দূরে একটি গোপন স্থান থেকে পরীক্ষা চালানো হয়েছে স্বল্প পাল্লার এ মিসাইলগুলো ৩৫০ কিলোমিটার পথ পারি দিয়ে জাপান সাগরে গিয়ে আছড়ে পড়েছে।   

এর পরই জাপান সাগরে চলাচলকারী জাহাজগুলোকে সাবধানে চলাচল করতে সতর্ক করা হয়।  

উল্লেখ্য, এ বছরের মাঝামাঝি সময় থেকে উত্তর কোরিয়া বেশ কয়েকবার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়ে আসছে। বছরের শেষ দিনও পরীক্ষা চালায় ৩টি স্বল্প পাল্লার মিসাইল। এর বেশিভাগই গিয়ে আছড়ে পড়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার পাশে। 

মন্তব্য ( ০)





  • company_logo