• বিশেষ প্রতিবেদন

চলনবিল অঞ্চলে পৌষের তীব্র শীতে কাহিল সাধারণ মানুষ

  • বিশেষ প্রতিবেদন
  • ৩০ ডিসেম্বর, ২০২২ ১৫:৫৫:৪৩

ছবিঃ সিএনআই

তোফাজ্জল হোসেন বাবু,পাবনাঃ পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলে পৌষের তীব্র শীতে কাহিল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। কনকনে শীত আর উত্তরের শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। কনকনে শীতের কারণে বেড়েছে গরম কাপড়ের চাহিদা। ফুটপাতের পুরানো গরম কাপড়ের দোকানে ভিড় বেড়েছে। এমনকি বেচাকেনাও বেড়েছে। শীত নিবারণে সাশ্রয়ী মূল্যে গরম কাপড় কিনতে নিম্ন আয়ের মানুষেরা ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন। শীত যতই ঘনিয়ে আসছে দিন দিন ফুটপাতের গরম কাপড়ের দোকান গুলোতে ক্রেতাদের উপস্থিতিও বাড়ছে। 

সরজমিনে উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়,পুরনো কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পরা ভিড়। ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়,গত বছরের তুলনায় এবার দাম অনেকটা বেশি। 

চাটমোহর পুরাতন বাজার এলাকার পুরনো গরম কাপড় ব্যবসায়ী মোহাম্দ আলী ও ময়লাল হোসেন জানান, শীতের তীব্রতা বেড়ে যাবার কারণে বেচাকেনা বেড়েছে। ক্রেতা জাহাঙ্গীর আলম জানান, এ বছর গরম কাপড়ের চাহিদা বেশি। তারপরও পরিবারের সবার জন্য কাপড় কিনতে হচ্ছে। যেভাবে শীত বেড়েছে। তাতে তো সন্ধ্যার পর বের হওয়াই মুশকিল। সন্ধ্যার পর থেকে উত্তরের হিমেল হাওয়ায় শীত নেমে আসে। দিনেও আগের মতো গরম নেই। বিকেল গড়ালেই ঠান্ডা লাগতে শুরু করে। এদিকে ঘনকুয়াশায় ঢেকে যাচ্ছে জনপদ। গতকাল বৃহস্পতিবার এ অঞ্চলে সূর্যের দেখা মেলেনি বললেই চলে। তাপমাত্রা কমে আসায় শীতে নাকাল এ জনপদের মানুষ। বিল এলাকার মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ।

মন্তব্য ( ০)





  • company_logo