• জাতীয়
  • লিড নিউজ

জেএমবির এক পলাতক আসামীকে গ্রেফতার করলো এটিইউ

  • জাতীয়
  • লিড নিউজ
  • ১৬ ডিসেম্বর, ২০২২ ১০:০০:৫০

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর বারিধারা এলাকা থেকে মো. লুৎফর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছে এটিইউ । 

এছাড়া তিনি দুই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এটিইউ এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

এতে বলা হয়, এটিইউর একটি দল বুধবার রাতে রাজধানীর বারিধারা এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে বারিধারা লেক সাইড রাজউক পার্ক সংলগ্ন পাখি ভাস্কর্য মোড়ের উত্তর পাশ থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লুৎফর রহমানকে গ্রেফতার করা হয়।

এটিইউ জানায়, লুৎফর রহমান ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় থাকাকালে স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। সাম্প্রতিক সময়ে স্থানীয় একটি দোকানে শপিং ব্যাগের ব্যবসায় নিয়োজিত ছিলেন। 

এর আগে তিনি নীলফামারী এলাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য ছিলেন। সেখানে থাকা অবস্থায় সংগঠনকে সমর্থন, চাঁদা প্রদান, পরিকল্পনা, প্ররোচনায় সহায়তা প্রদান ও অপরাধীকে আশ্রয় দান করার অপরাধে ২০১৬ সালে এবং ২০১৯ সালে তার বিরুদ্ধে দু’টি মামলা হয়। 

সন্ত্রাস বিরোধী আইনে ওই দুটি মামলা দায়েরের পর ছয় বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া, কসবা এলাকায় আত্মগোপনে থেকে জেএমবি’র সক্রিয় সদস্য হিসাবে কাজ করে যাচ্ছিল।

মন্তব্য ( ০)





  • company_logo