
ছবিঃ সিএনআই
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে তামাক দ্রব্যের অপব্যবহার রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিপ্তরের লাইফস্টাইল,হেলথ এডুকেশন প্রমোশন, স্বাস্থ্য ব্যুরোর আয়োজনে কর্মশালাটি বাস্তবায়ন করেন জামালপুর সিভিল সার্জনের কার্যালয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জামালপুরের সিভিল সার্জন ডা.প্রণয় কান্তি দাস। এসময় মূল বক্তব্য উপস্থাপনা বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে মেডিকেল অফিসার ডা. রিয়া সাহা, জেলা স্যানিটারী পরিদর্শক অমেনশ্বর রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আব্বাছ আলী, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, স্যানিটারী পরিদর্শক মোস্তফা কামাল টিটন, বকশীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান, ইমাম প্রতিনিধি মওলানা আ: রাজ্জাক, ইউপি সদস্য শামীম মিয়া, পল্লী চিকিৎসক আবু সাইদ সহ সাংবাদিক, শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি ও বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
তামাক দ্রব্যের ব্যবহার কমিয়ে আনা , তামাক সেবন নিয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা, তামাক সেবনের কুফল ও ক্ষতিকর দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মোঃ হাসান,কুড়িগ্রামঃ কুড়িগ্রামে ১৫ কেজি গাঁজা ও দুইট...
নিউজ ডেস্কঃ “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন"...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনীর মাহালছড়ি জোনের উদ্যোগে ...
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ার শিবগঞ্জে চেকপোস্ট বসিয়ে ৮ কেজি গ...
মন্তব্য ( ০)