• অপরাধ ও দুর্নীতি

টেকনাফে বিজিবি’র অভিযান, ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৭ নভেম্বর, ২০২২ ১৪:০৭:৫৯

ছবিঃ সিএনআই

জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার: টেকনাফে বিজিবি’র অভিযান চালিয়ে  ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। ২৭ নভেম্বর রবিবার  ভোররাত আড়াই টার সময় হ্নীলা অবরাং পোষ্টের পার্শ্বে নাফ নদীর কিনারায় এ অভিযান পরিচালনা করেন।

টেকনাফ  ব্যাটালিয়ন (২ বিজিবি)  অধিনায়ক  লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বিজিবি  হ্নীলা বিওপি’র  উত্তরে অবরাং পোষ্টের পার্শ্বে নাফ নদীর কিনারায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করার সময় ভোররাত আড়াই  টার দিকে  এমজি পোষ্টের টহলদল দূর হতে নাফ নদীর তীরে একটি বস্তু দেখতে পেয়ে ড্রাগন লাইট দ্বারা আলো দিলে একজন ব্যক্তিকে দেখতে পায়। এ সময় টহলদল ওই  ব্যক্তিকে লক্ষ্য করে চ্যালেঞ্জ ও ধাওয়া করে। এক পর্যায়ে  উক্ত ব্যক্তির হাতে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগ ফেলে দিয়ে নাফ নদীতে লাফিয়ে সাঁতার দিয়ে মিয়ানমারের জলসীমায় নাফফোরা দ্বীপের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ওই স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীর ফেলে যাওয়া একটি প্লাষ্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ২০  হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের সিজার মূল্য ৬০ লক্ষ টাকা। অভিযান পরিচালনা করা কালে কোন চোরাকারবারী কিংবা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।  জব্দকৃত মালিকবিহীন ইয়াবা ট্যাবলেট বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে তা উর্দ্ধতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবেও জানান লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

মন্তব্য ( ০)





  • company_logo