• জাতীয়
  • লিড নিউজ

মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা

  • জাতীয়
  • লিড নিউজ
  • ২৮ অক্টোবর, ২০২২ ১৫:০৩:৪৫

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক: ইলিশের প্রজননকে কেন্দ্র করে মৎস্য অধিদপ্তরের দেওয়া টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শুক্রবার (২৮ অক্টোবর) মধ্যরাতে শেষ হচ্ছে। নিষেধাজ্ঞার এই সময়টাতে ইলিশের নিরাপদ প্রজননের স্বার্থে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

‘মা ইলিশ রক্ষা পেলে, বারো মাস ইলিশ মেলে’ স্লোগানে ৭ অক্টোবর থেকে দেশের নদ-নদীগুলোতে ইলিশ শিকার, সংরক্ষণ ও পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়। এদিকে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সাগরে নামার শেষ প্রস্তুতি নিচ্ছেন জেলেরা।

নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বলেন, এবার মা ইলিশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের অভিযানে ১২৭ কোটি কারেন্ট জাল, সাড়ে ৪২ হাজার কেজি ইলিশ মাছ, ৪০০ মামলা ও সাড়ে ৪ হাজার অসাধু জেলেকে আটক করা হয়েছে।

দেশের সর্বত্র নির্দিষ্ট সময়ে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করার সুফল মিলেছে ইলিশের উৎপাদনে। নিষেধাজ্ঞার বাইরের সময়ে ইলিশ আহরণ বেড়ে যাওয়ায় জেলেদের পাশাপাশি লাভবান হচ্ছে সাধারণ ক্রেতারাও।

মন্তব্য ( ০)





  • company_logo