• জাতীয়

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

  • জাতীয়
  • ২৭ অক্টোবর, ২০২২ ১২:২৪:১৭

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৬ অক্টোবর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার কুমারখালীতে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া সিলেট ও ঢাকায় হালকা বৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছিল খুলনা ও যশোরে।

আবহাওয়াবিদ আবুল কলাম মল্লিক জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মন্তব্য ( ০)





  • company_logo