• জাতীয়

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের করোনা শনাক্ত

  • জাতীয়
  • ১৩ অক্টোবর, ২০২২ ১১:২০:২০

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১৫ জন শনাক্ত হয়েছেন। এতে এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৯ হাজার ২৬১ জনে। শনাক্তের হার ৯ দশমিক ৬১ শতাংশ। তবে এসময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে জেলা মৃতের সংখ্যা এক হাজার ৩৬৭ জনেই রয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আগের দিন বুধবার ২০ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ১৫ দশমিক ২৬ শতাংশ।

বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৫ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ১২ জন নগরের এবং তিনজন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইডিআইডি ল্যাবে ৫ জন, অ্যান্টিজেন টেস্টে ২ জন, ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১ জন, এপিক হেলথ কেয়ারে ২ জন এবং এভারকেয়ার হাসপাতাল ল্যাবে ২ জনের করোনা শনাক্ত হয়।

মন্তব্য ( ০)





  • company_logo