• আন্তর্জাতিক
  • লিড নিউজ

পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মেজরসহ নিহত ৬

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ২৬ সেপ্টেম্বর, ২০২২ ১৬:২৭:৩৫

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। রোববার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন মেজর পদের কর্মকর্তা।  

পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও তাদের অনলাইন মাধ্যমে সোমবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবরে বলা হয়েছে, বেলুচিস্তান প্রদেশের হারনাইয়ের কাছে ‘ফ্লাইং মিশন’ চলাকালীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।  

পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার কোনো কারণ জানা যায়নি।   

পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বলছে, ফ্লাইং মিশন চলাকালীন বেলুচিস্তানের হারনাইয়ের খোস্তের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে দুই মেজরসহ ছয় সেনা কর্মকর্তা নিহত হন।

নিহতরা হলেন- মেজর খুররম শাহজাদ (৩৯), মেজর মুহাম্মদ মুনিব আফজাল (৩০), সুবেদার আব্দুল ওয়াহিদ (৪৪), সিপাহী মুহাম্মদ ইমরান (২৭), নায়েক জলিল (৩০) ও সিপাহী শোয়েব (৩৫)।

মন্তব্য ( ০)





  • company_logo